বাঁশখালীতে তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন - alamartpress.com

এই স্থানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: 01915-392400

Natural

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 10, 2017

বাঁশখালীতে তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন

বাঁশখালীতে তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন
কারেন্টনিউজ ডটকম ডটবিডি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরীস্থ কারেন্টhttp://www.currentnews.com.bd/bn/news/255478নিউজ ডটকম ডটবিডি জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ ছৈয়দুল আলম এর মালিকানাধীন আলম আর্ট প্রেস, কম্পিউটার ট্রেনিং এন্ড তথ্য সেবা কেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দঃ জেলা মীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোতেট .. শাহাদত আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা বাদল ছোবাহান, বাঁশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক এর বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ্, দৈনিক দিনকাল এর প্রতিনিধি সাংবাদিক আবদুল জব্বার, দৈনিক আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি সাংবাদিক মিজান বিন তাহের, দৈনিক সাঙ্গু এর সাংবাদিক সৈকত আচ্যর্য, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাহেব উদ্দীন রবিন, মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান টিটন চৌধুরী, বাঁশখালী অটোরিক্স (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সফল সভাপতি মোহাম্মদ মনছুর, তিন তিন বার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক মুহাম্মদ হাছান, এসময় আরো উপস্থিত ছিলেন, মামুন, রিয়াজ সহ বিভিন্ন মহলের বিশিষ্ট জনরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার সরকারী বে-সরকারী চাকুরী, আবেদন ফরম ইন্টারনেটের মধ্যমে পূরুণ করা সিষ্টাম চালু করেছে। পরীক্ষা রেজালের জন্য স্কুলের দরজায় বসে থাকা বন্ধ করে, ঘরে বসে ইন্টারনেটের মধ্যমে রেজাল দেখার সুযোগ করে দিয়েছে। বাকী কাজ সম্পন্ন হলে সকল প্রকার সেবা ঘরে বসে বা তখ্য সেবা কেন্দ্রে পাওয়া যাবে। ইউনিয়ন পরিষদে তথ্য সেবা চালু করার পাশা-পাশি বেসরকারি ভাবেও বাঁশখালীতে আজ থেকেও বিভিন্ন তথ্য জানার সুযোগ হয়েছে। আমরা অত্র প্রতিষ্টানের আগামীদিনের শুভ কামনা করি


No comments:

Post a Comment

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

টলি গাড়ির এইচডি ছবি Trolley car Png

 টলি গাড়ির এইচডি ছবি   Trolley car Png Trolley car HD image HD image of a trolley car High-resolution trolley car photo Trolley ca...

পোস্টের নীচে বিজ্ঞাপন

Responsive Ads Here

জরুরী যোগাযোগ